মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্সের হ্যান্ডেলে নিজের আয়কর রিটার্ন পোস্ট করে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দুর। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে চড়া সুরে শুভেন্দু লেখেন,’ আমার নামে ভিত্তিহীন অভিযোগ তুলেছন আপনি। যদিও আমার নাম নেওয়ার সাহস দেখাননি। আপনি আমার বিরুদ্ধে সিআইডি, আইবি সহ অন্যান্য তদন্তকারী এজেন্সি, সবাইকে দিয়ে তদন্ত করান। হিসেব বহির্ভূত এক পয়সাও উপার্জন করেছি কিনা তা প্রমাণ করুন।’ পাশাপাশি মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু এও লেখেন,’ কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের জমির চুক্তি প্রকাশ্যে আনুন। জমির চুক্তি বৈধ না অবৈধ সবাইকে জানতে দিচ্ছেন না কেন? আশা করি আপনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করবেন।’ বলাবাহুল্য, বুধবার মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা এবার কাগজপত্র বের করছি। এতদিন করিনি।’ কারও নাম না করলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের ইঙ্গিত যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। জবাবে পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আগেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চ্যালেঞ্জ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।