বিজ্ঞান-প্রযুক্তি

UFO এবং ভিনগ্রহীদের খুঁজতে ১৬ সদস্যের স্পেশাল টিম গঠন করল নাসা

আমেরিকা জুড়ে বেশ কয়েকদিন ধরেই UFO নিয়েই গবেষণা শুরু হয়েছে। তবে এবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা বা NASA-র বিশেষ টিম করল ভিনগ্রহীদের খুঁজতে। আকাশে ভিনগ্রহীদের বাড়াবাড়ি নিয়ে সাম্প্রতিক দাবি ও হইচইয়ের মধ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে নাসা। গঠন করেছে ১৬ সদস্যের টিম। অক্টোবর থেকেই শুরু হয়েছে UFO সংক্রান্ত বিশেষ এই গবেষণা। টুইটারে সেই সংক্রান্ত ঘোষণাও করেছে নাসা। চলতি বছরের শুরুতেই মার্কিন আকাশে UFO-সংখ্যা বেড়েছে বলে চাঞ্চল্যকর দাবি করেন প্রতিরক্ষা মন্ত্রকের এক কর্তা। যারপরনাই হইচই শুরু হয়ে যায়। নৌ-গোয়েন্দা বিভাগের এক শীর্ষকর্তা স্কট ব্রে দাবি করেন, “২০০০ এর কাছাকাছি সময় থেকেই সেনা নিয়ন্ত্রিত এলাকায় উড়ন্ত বস্তুর আনাগোনা বেড়েছে।” সরকারি আধিকারিকের এই দাবির জেরে বিতর্কের পরই বিশেষ টিম গঠনের সিদ্ধান্ত নিয়েছে নাসা। সৌরজগতের বাইরের ছায়াপথে অন্যান্য নক্ষত্রমণ্ডলের গ্রহগুলিতে মানুষের মতোই বুদ্ধিমান প্রাণী থাকতে পারে বলে আশা NASA-র বিজ্ঞানীদের। এই বিষয়ে নিশ্চিত হতেই পৃথিবীর তরফে সাংকেতিক বার্তা পাঠাবেন বিজ্ঞানীরা। পৃথিবীতে বসবাসকারী প্রাণীদের ছবি ও তথ্যের পাশাপাশি পালটা যোগাযোগ করার সাংকেতিক অনুরোধও থাকবে।