কলকাতা

বিধানসভায় আলু নিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা

আলু চাষিদের পাশে দাঁড়িয়ে বিধানসভায় সরব বিজেপি । একদিকে যেমন আলুচাষিদের ঋণ মকুব, ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে তাঁরা সরব হয়েছেন। তেমনই আবার একই ইস্যুতে বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখালেন তাঁরা। বিজেপি বিধায়কদের অভিযোগ, আলুর দাম না পেয়ে আত্মহত্যা করছেন অনেকে। রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন। যদিও রাজ্যের শাসকদল তৃণমূলের দাবি, কোনও চাষি এখনও আত্মহত্যা করেননি। অনাহারে মৃত্য়ুর খবরও নেই। বরং রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা, দাবি তৃণমূলের। সোমবার আলুর দাম নিয়ে বিধানসভায় সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, এ বছর আলুর দারুণ ফলন হয়েছে। ফলে ভাল দাম পাচ্ছেন না আলু চাষিরা। আলু চাষের জন্য স্বল্পমেয়াদি ঋণ নেন চাষিরা। মার্চ মাসে সেই কিস্তি পরিশোধ করার কথা। কিন্তু আলুর দাম না পাওয়ায় সেই ঋণ পরিশোধ কঠিন হয়ে দাঁড়াবে বলে মনে করছে রাজ্য়ের বিরোধী দল। আর তাই আলু চাষিদের পাশে দাঁড়িয়ে ন্যূনতম সহায়ক মূল্যের দাবি করেন শুভেন্দু অধিকারী। সমবায়ের ঋণ মকুবের দাবিও জানিয়েছেন তাঁরা। আর তা সম্ভব না হলে কিস্তি জমার মেয়াদ পরিবর্তনের দাবি করেছেন তাঁরা। শুভেন্দুর অভিযোগ, বহু চাষি উপযুক্ত দাম না পেয়ে আত্মহত্যা করছেন।