জেলা

আসানসোলের বারাবনি বিধানসভার বড়থানে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব

বৃহস্পতিবার আসানসোলের বারাবনি বিধানসভার বড়থানে বিজেপির (BJP) নির্বাচনী কর্মীসভায় উত্তেজনা সৃষ্টি হয়। একটি ভিডিওতে দেখা যায় নিজেদের মধ্যে বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিজেপির কর্মী সমর্থকেরা। জানা গিয়েছে ওই অঞ্চলের একটি বেসরকারি ম‍্যারেজ হলে এদিন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে নির্বাচনী কর্মীসভা ছিল। বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সেখানে পৌঁছতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভিডিওতে স্পষ্ট দেখা যায় নিজেদের মধ্যে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন কর্মী সমর্থকেরা। টেবিল ছোড়াছুড়িও হয়। এমন এক ঘটনার ছবি তুলতে গেলে সংবাদমাধ্যমকে বাধা দেওয়া হয়। নিগৃহীত হতে হয় সাংবাদিকদের। সেখানে উপস্থিত বিজেপি নেতৃত্বরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। শুধু বারাবনি নয়,খনি শিল্পাঞ্চলের জামুড়িয়াতে বিজেপি কর্মীর বাড়িতে বোমা তৈরী করতে গিয়ে গতকাল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বড়থানে নিগৃহিত হয়েছে সংবাদ মাধ‍্যমের প্রতিনিধিরা। বোঝাই যাচ্ছে, এই সব ঘটনার মাধ্যমে বিজেপি চাইছে এলাকাজুড়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরী করতে। সাধারণ মানুষ যেন ভোট দানে বিরত থাকে ও তারা সহজেই জয়লাভ করতে পারে এমন পরিকল্পনাই করছে গেরুয়া শিবির।আসলে বিজেপি অশান্তির আবহ তৈরী করে নির্বাচনী ফায়দা লুঠতে চাইছে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।