দেশ

ওড়িশা উপকূলে ক্রুজ মিসাইল ‘নির্ভয়’-এর সফল পরীক্ষা

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘নির্ভয়’-এর পরীক্ষা সফল হল ওড়িশা উপকূলে। বৃহস্পতিবার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (ডিআরডিও)-এর তরফে ওড়িশার চাঁদিপুরে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। ডিআরডিও-র ওই পরীক্ষা সফল হয়েছে। ডিআরডিও জানিয়েছে, নিখুঁত ভাবেই উৎক্ষেপণ করা হয়েছে ভারতের অন্যতম নির্ভরযোগ্য এই ক্রুজ ক্ষেপণাস্ত্রের। বৃহস্পতিবার ডিআরডিও এই নির্ভয় মিসাইলের পরীক্ষা করেছে। রেঞ্জ সেন্সর, ইলেক্ট্রো-অপটিক্যাল এবং টেলিমেট্রির মাধ্যমে মিসাইলের গতিবিধির ওপর নজর রাখা হয়েছিল। এছাড়াও, তাকে সুখোই বিমান এবং বিমান বাহিনীর যুদ্ধবিমান দ্বারা ট্র্যাক করা হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, নির্ভয় নামে এই মিসাইল পরীক্ষার সমস্ত মাপকাঠি পূরণ করেছে। দেখা গিয়েছে ক্ষেপণাস্ত্রটি সমুদ্রের উপরে খুব কম উচ্চতায় উড়তে সক্ষম হয়েছে। এই পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রটি ঘণ্টায় প্রায় ১১১১ কিলোমিটার গতিতে পৌঁছেছিল।