জেলা

বারুইপুর থানায় বিধ্বংসী আগুন

সাতসকালে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানায় বিধ্বংসী আগুন ৷ ঘটনার ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল আটটা নাগাদ আগুন লাগে। আগুনে ভস্মীভূত বেশ কয়েকটি গাড়ি ও মোটরবাইক। বৃহস্পতিবার সকালে আচমকাই আগুন লেগে যায় থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে। ঘটনাস্থলে দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। থানার ভিতরে কীভাবে এমন ঘটনা ঘটল তা পরিষ্কার নয়। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল। যদিও বড়সড় দুর্ঘটনা ঘটেনি ৷ পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে চম্পাহাটি এলাকায় অভিযান চালিয়ে প্রচুর বেআইনি বাজি উদ্ধার করে বারুইপুর থানার পুলিশ ৷ সেইসমস্ত বাজি থানার সামনে একটি ড্রামে জড়ো করা ছিল ৷ সেখানে আগুন লেগেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷