ব্রহ্মপুত্রে ভয়াবহ নৌকোডুবি। যাত্রী ছিলেন ৭৫জন। এদের মধ্যে বেশ কয়েকজন পডু়য়া। নিখোঁজদের মধ্যে রয়েছেন ধুবরির রাজস্ব দফতরের সার্কেল অফিসার সঞ্জু দাস-সহ তাঁর দফতরের বেশ কয়েকজন কর্তা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর। নামে ডুবুরি। অধিকাংশ সাঁতরে পাড়ে চলে আসেন। শেষ পাওয়া খবর অনুযাই নিখোঁজ সাত যাত্রী।