দেশ

পাটনায় স্কুলের ভেতরের নালা থেকে উদ্ধার ৩ বছরের শিশুর দেহ

স্কুলের ভেতর থেকে ৩ বছরের শিশুর মৃতদেহ উদ্ধার হতেই রণক্ষেত্রের চেহারা নিল পাটনা । মৃত পড়ুয়ার পরিবারের তরফে আগুন লাগিয়ে দেওয়া হল স্কুলে । গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্ভবত খুন করা হয়েছে শিশুটিকে। বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে স্কুলে গিয়েছিল শিশুটি। স্কুল ছুটির পর সে আর বাড়ি ফেরেনি। স্কুলে এসে পরিবারের লোকেরা খোঁজার চেষ্টা করলে বিষয়টি এড়িয়ে যায় স্কুল কর্তৃপক্ষ। দীর্ঘক্ষণ জরাজুরি করার পর নিখোঁজ শিশুর পরিবার স্কুল চত্বরে প্রবেশ করে। অনেকক্ষণ খোঁজার পর স্কুলের পেছনের একটি নালা থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেওয়া হয়। শিশুটির দেহ উদ্ধারের পর ব্যাপক উত্তেজনা শুরু হয় এলাকায়। মৃত শিশুর পরিবারের লোকেরা আগুন লাগিয়ে দেয় স্কুলে। জ্বালিয়ে দেওয়া হয় আশেপাশে দাঁড়িয়ে থাকা গাড়িও। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্কুলের বাকি অভিভাবকরাও। এই ঘটনা প্রসঙ্গে পটনার পুলিশ সুপারিন্টেন্ডেন্ট চন্দ্র প্রকাশ জানান, ‘স্কুলের সিসিটিভি (CCTV) ফুটেজে শিশুটিকে স্কুলের ভেতরে ঢুকতে দেখা গেলেও, সে আর স্কুল থেকে বের হয়নি।’ কেন স্কুল কর্তৃপক্ষ শিশুটির মৃত্যুর খবর চেপে রাখতে চেয়েছিল এবং দেহ আড়াল করার চেষ্টা করছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই ৩ জনকে আটক করা হয়েছে।