জেলা

এবার বীরভূমের ২ আইসিকে বদলি

 সরিয়ে দেওয়া হল বীরভূমের সিউড়ি থানার আইসি শেখ মহম্মদ আলিকে। তাঁকে বীরভূমের ডিআইবিতে বদলি করা হল। শেখ মহম্মদের জায়গায় আনা হল পূর্ব বর্ধমান কোর্ট ইন্সপেক্টর দেবাশিস ঘোষকে। পাশাপাশি রামপুরহাট থানার আইসি দেবাশিস চক্রবর্তীকেও বদলি করা হল মঙ্গলবার। পশ্চিম মেদিনীপুরের ডিআইবিতে পাঠানো হয়েছে তাঁকেও। রামপুরহাট থানার নতুন আইসি হলেন নীলোৎপল মিশ্র। অনুব্রতহীন বীরভূমে পঞ্চায়েত ভোটের আগে গোষ্ঠীকোন্দলে দীর্ণ শাসকদল তৃণমূল। ধমকধামক দিয়েও এই জেলায় গোষ্ঠী কাজিয়া থামাতে পারছেন না দলের শীর্ষ নেতৃত্ব।  পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই অনুব্রতর বীরভূম জেলায় শাসকদলের গোষ্ঠীকোন্দল লাগামছাড়া হয়ে উঠছে। কেষ্টহীন বীরভূমে দল সামাল দেওয়ার জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আট সদস্যের কোর কমিটি গড়ে দিয়েছেন। কিছুদিন আগে কালীঘাটে জেলার নেতাদের বৈঠকে সবাইকে মিলেমিশে কাজ করতে বলেছেন। ফিরহাদ হাকিম, মলয় ঘটক এবং নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সামগ্রিকভাবে বীরভূম জেলা দেখতে নির্দেশ দিয়েছেন। কিন্তু কোথায় কী।