দেশ

গরমের ছুটিতে চলবে ২১৭টি স্পেশাল ট্রেন

এবছর গরমের ছুটিতে যাত্রীদের জন্য় স্পেশাল ট্রিপের প্রস্তাব অনুমোদন করেছে ভারতীয় রেল। শুধু তাই নয়, আরামদায়ক ও মসূর্ণ সফরের জন্য চলবে ২১৭টি স্পেশাল ট্রেনও। এদিকে অনলাইনে টিকিট বুকিংয়ে ক্ষেত্রে আবার প্রতারণার অভিযোগ ওঠে প্রায়ই। বেশিরভাগ ক্ষেত্রে দেখে যায়,  সাধারণ যাঁরা দূরপাল্লা ট্রেনে ভ্রমণ করেন, তাঁরাই প্রতারণার শিকার হন। তাহলে? অনলাইনে টিকিট বুকিংয়ে পদ্ধতি বদলে ফেলেছে রেল। নয়া পদ্ধতিতে এখন শুধুমাত্র আইআরসিটিসি ওয়েবসাইটে  টিকিট বুকিং করা যাবে। শুধু তাই নয়, বুকিং-র ক্ষেত্রে পদবী-সহ পুরো নাম লিখতে হবে ব্যবহারকারীকে। ক্যাপচা থাকবে মাত্র ৪০ সেকেন্ড! তার মধ্যেই বুকিং  শেষ করতে হবে।