জেলা

লোকাল ট্রেনে বোমাতঙ্ক

বুধবারের সকালে অফিস টাইমের চূড়ান্ত ব্যস্ততার মূহূর্তে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল লোকাল ট্রেনের কামরা জুড়ে। ক্রমে তা ছড়িয়ে পড়ল পাশের কামরাগুলিতেও। শেষমেষ বোমাতঙ্কের জেরে ট্রেন থেকে নামামো হল আতঙ্কীত যাত্রীদের। নজিরবিহীন ঘটনাটি ঘটেছে আজ সকালে, দক্ষিণ পূর্ব রেলের টিকিয়াপাড়া কার শেডের কাছে জলেশ্বর গ্যালোপিং লোকালে। জানা গিয়েছে, ট্রেনটি সিগনালের জন্য অপেক্ষারত অবস্থায় থাকাকালীন আচমকাই রেললাইনের ধারে সুতলি দিয়ে বাঁধা একটি রহস্যজনক গোলাকার বস্তু দেখেতে পান যাত্রীরা। সঙ্গে সঙ্গে তাকে বোম ভেবে বসেন সবাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল কর্তৃপক্ষ। যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর হেঁটেই কার্যত ওই স্থান ত্যাগ করেন সকলে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিস। সুতলি বাঁধা বস্তু আদতে বোমাই না কী অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে জিনিসটি বোমা নয়, এমনটাই মনে করছে পুলিস। প্রাথমিক ধাক্কা সামলে ওই লাইনে ট্রেন চলাচল আপাতত স্বাভাবিক। গতকালই ভাটপাড়ায় বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক শিশুর। প্রায়শই রেললাইনের ধার থেকে বোমা উদ্ধারের ঘটনা শোনা যায়। সেই কারণেই যাত্রীদের মধ্যে দ্রুত বোমাতঙ্ক ছড়িয়েছিল বলে মনে করা হচ্ছে।