জাতীয় সংগীত অবমাননা মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের আবেদন খারিজ করল বম্বে হাইকোর্ট। ২০২১-র ডিসেম্বরে মুম্বই সফরকালে তৃণমূল নেত্রী জাতীয় সংগীতের অবমাননা করেন বলে অভিযোগ ওঠে। এই ইস্যুতে ১৯৭১-র জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইনে মামলা করেন বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্ত। বুধবার বম্বে হাইকোর্টের একক বেঞ্চের বিচারপতি অমিত বোরকার বলেন, “বিশেষ আদালত এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি এবং তা নিম্ন আদালতে ফেরত পাঠানো হয়েছে। এই পদক্ষেপ সুপ্রিম কোর্টের আদেশের সঙ্গে সামঞ্জস্য পূর্ণ।” এর পাশাপাশি বর্তমানে এই মামলায় কোনও পদ্ধতিগত ত্রুটি বা এক্তিয়ারগত সমস্যা নেই বলে জানিয়ে দিয়েছে বম্ব হাইকোর্ট। এর পরই ফৌজদারি আবেদন খারিজ করে দেন বিচারপতি। ২০২১-র পয়লা ডিসেম্বর মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতার অভিযোগ, সেখানে জাতীয় সংগীত বাজার সময় উঠে দাঁড়াননি তিনি। শুধু তাই নয়, জাতীয় সংগীত শেষ হওয়ার আগেই তিনি মঞ্চ ছেড়ে চলে যান। এই ইস্যুতে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে FIR দায়েরের অনুমতি চেয়ে মাজগাঁও নগর ও দায়রা আদালতের দ্বারস্থ হন ওই পদ্ম নেতা। চলতি বছরের ২ মার্চ এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি করে ওই নিম্ন আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে বিশেষ আদালতে আবেদন করেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের প্রেক্ষিতে নিম্ন আদালতের সমনকে খারিজ করে দেয় বিশেষ আদালত। পাশাপাশি, সমনের বিষয়টি পুনর্বিবেচনার জন্য নিম্ন আদালতেই ফেরত পাঠান বিচারকরা। পর্যবেক্ষণে বিশেষ আদালত বলেছিল, সমন জারির ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে যে নিয়মগুলি মানতে হয়, তা মানা হয়নি। তবে নতুন করে সমন জারির ক্ষেত্রে কোনও বাধ্যবাধকতা নেই বলেও জানিয়েছিল বিশেষ আদালত।