খেলা

ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়ে টানা ৭ নম্বর ডার্বি জিতল এটিকে মোহনবাগান

শনিবার রাতে যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ-মেরুণের কাছে ২-০ গোলে হারল লাল-হলুদ। মোহনবাগানের হয়ে গোল করেছেন হুগো বুমোস ও মনবীর সিং। এ নিয়ে টানা সাতটি ডার্বি হারার মতো লজ্জার স্বাদ পেতে হল ইস্টবেঙ্গলকে।  এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে মহা ডার্বিতে বাজিমাত করতে ৪-৩-৩ ছকে দল নামিয়েছিলেন  এটিকে মোহনবাগান কোচ ফেরান্দো। ইস্টবেঙ্গল কোচ অবশ্য ৪-৪-২ ছককেই আঁকড়ে রেখেছিলেন। সন্ধে সাড়ে সাতটায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও প্রায় ২৫ মিনিট বাদে শুরু হয় সবুজ মেরুণ ও লাল হলুদের ম্যাচ। শুরুতে গোল পেতে ঝাঁপিয়ে পড়ে মোহনবাগান। ৪ মিনিটের মাথায় শুভাশিসের শট পোস্টের সামান্য দূর দিয়ে বেরিয়ে যায়। ১০ মিনিটের মাথায় বুমোসের পাস থেকে লিস্টনের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এর পরেই পাল্টা আক্রমণ শানায় লাল-হলুদ। ১৬ মিনিটের নাওরেমের ক্রস থেকে হাওকিপের শট দুর্দান্ত ভঙ্গিতে বাঁচিয়ে দেন মোহনবাগানের গোলকিপার বিশাল কায়েথ। ১৭ মিনিটের মাথায় একটি সুযোগ মিস করেন লিস্টন। ২১ মিনিটের মাথায় ক্লেটন সিলভাকে বক্সের মধ্যে ফেলে দেন মোহনবাগান অধিনায়ক প্রীতম কোটাল। তবে রেফারি শ্রীকৃষ্ণ কোনও আবেদনে কর্ণপাত করেননি। ৩২ মিনিটের মাথায় আবার দারুণ সুযোগ পেয়েছিল মোহনবাগান। প্রথমার্ধে গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচ। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিট থেকেই জয়ের জন্য ঝাঁপায় সবুজ মেরুণ। ৫৬ মিনিটের মাথায় লাল-হলুদের গোলরক্ষক কমলজিতের ভুলে এগিয়ে যায় মোহনবাগান। বক্সের বাইরে থেকে বুমোসের নেওয়া মাটি ঘেঁষা শট কমলজিতের হাতে লেগে জালে জড়িয়ে যায়। গোল খেয়ে হতোদ্যম হয়ে পড়েন ইস্টবেঙ্গল খেলোয়াড়রা। আট মিনিট বাদে বুমোসের নেওয়া শট ইস্টবেঙ্গলের এক ফুটবলারের পায়ে লেগে তা যায় ফাঁকায় দাঁড়ানো মনবীরের কাছে। তিনি গোল করতে ভুল করেননি। দুই গোল খাওয়ার পরে গোল শোধের জন্য ঝাঁপিয়েছিল লাল-হলুদের ছেলেরা। বেশ কয়েকবার আক্রমণ তুলে আনলেও কাজের কাজ করতে পারেননি নাওরেম মাহেশ, ক্লেন্টন সিলভারা। ৮৮ মিনিটের মাথায় দলকে ৩ গোলে এগিয়ে নিয়ে যাওয়ার সুবর্ণসুযোগ মিস করেন মনবীর।