দেশ

দিল্লিতে বাড়ছে বায়ুদূষণ, নির্মাণ ও ভাঙার কাজে জারি নিষেধাজ্ঞা

দিল্লিতে বাড়ছে বায়ুদূষণ। বায়ুদূষণ উদ্বেগজনক হওয়ায় শনিবার রাতে রাজধানী দিল্লিতে নির্মাণ ও ভাঙার কাজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে নিষেধাজ্ঞার আওতা থেকে বাদ দেওয়া ভারতীয় সেনা, প্রতিরক্ষা মন্ত্রক, রেলওয়ে ও দিল্লি মেট্রো রেলকে। নির্মাণকার্যে নিষেধাজ্ঞা জারির ফলে গাজিয়াবাদ, নয়ডা, গুরুগ্রাম সহ একাধিক জায়গায় আবাসন শিল্প ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করছেন আবাসন ব্যবসায়ীরা। গত কয়েকদিন ধরেই দিল্লিতে বায়ুদূষণের চূড়ান্ত অবনতি ঘটেছে। শনিবার বিকেল চারটে নাগাদ রাজধানীতে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৯৭। জানুয়ারির পরে এটাই বাতাসের সবচেয়ে খারাপ গুণগত মান। পরিস্থিতির যাতে আরও অবনতি না ঘটে তার জন্য এদিন সন্ধ্যায় বিশেষ বৈঠকে বসেছিল কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের উপ সমিতি। ওই বৈঠকেই রাজধানীতে নির্মাণকার্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বায়ুদূষণ না কমা পর্যন্ত ওই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি দূষণ কমাতে ভারত স্টেজ -৩ এর পেট্রল চালিত গাড়ি ও বিএস-৪ এর ডিজেল চালিত গাড়ি চলাচলের উপরেও বিধিনিষেধ জারি করার চিন্তাভাবনা চলছে বলে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের এক সদস্য জানিয়েছেন।