কলকাতা

‘রাজা কৃষ্ণচন্দ্রের সভার শ্রেষ্ঠ বিদূষক, শিক্ষাব্যবস্থাকে দেউলিয়া করছেন রাজ্যপাল’, কটাক্ষ ব্রাত্য বসুর

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তীব্র আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তাঁর অভিযোগ, সংবিধান মানছেন না রাজ্যপাল ৷ তাঁকে বিদ্রুপ করে ব্রাত্য আরও বলেন যে, মনে হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের সভার শ্রেষ্ঠ বিদূষককে পাঠানো হয়েছে ৷ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে গত কয়েকদিন ধরেই একা হাতে নানা সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রাজ্য সরকারকে না জানিয়েই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে উপাচার্যদের সঙ্গে কথা বলেছেন ৷ উপাচার্য নিয়োগ করেছেন ৷ শুধু তাই নয়, যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই, সেখানে তিনিই উপাচার্যের ভূমিকা পালন করছেন ৷ তাঁর এই কর্মকাণ্ডে রাজ্য ও রাজ্যপালের সঙ্গে সংঘাত রোজই বাড়ছে ৷ এরই মধ্যে গতকাল এক রাতেই 16টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন সিভি আনন্দ বোস ৷ এই নিয়েই সোমবার তাঁকে সরাসরি আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ সাংবাদিক সম্মেলনে রাজ্যপালকে নিশানা করে ব্রাত্য বলেন, কখনও তিনি আচার্য, কখনও উপাচার্য, কখনও উচ্চশিক্ষা দফতর । তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশকে তোয়াক্কা না করে, তাঁকে সম্পূর্ণ অগ্রাহ্য করে, নির্বাচিত মুখ্যমন্ত্রীকে অপমান করছেন ৷ উচ্চ শিক্ষা দফতরকে বাইপাস করে একতরফা ভাবে উপাচার্য নিয়োগ করে দিচ্ছেন তিনি । রাজ্যপালকে জেমস বন্ডের সঙ্গে তুলনা করে ব্রাত্য বলেন, জগদীপ ধনকড় যখন রাজ্যপাল ছিলেন, তখন আলোচনার পরিসর ছিল । এই রাজ্যপালের সঙ্গে আলোচনার কোনও জায়গা নেই । তিনি জেমস বন্ডের মতো আচরণ করছেন । বর্তমান রাজ্যপাল জেমস বন্ডের মতোই নিঃশব্দ প্রহেলিকার মতো কাজ করছেন । তিনি সংবিধানকে মানছেন না ৷ বিশ্ববিদ্যালয়ের বিধি লঙ্ঘন করে তিনি স্বৈরতন্ত্র চালাচ্ছেন ৷ শিক্ষাব্যবস্থাকে দেউলিয়া করছেন ৷