দেশ

গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ, মৃত শিশু সহ ৮, আহত ২০

সড়ক দুর্ঘটনায় শিশু সহ বেশ কয়েকজনের মৃত্যু ৷ যাত্রীবাহী একটি মিনি বাসের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি রাস্তার মাঝখানেই উল্টে যায় ৷ ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে বলে খবর। আহত ২০ জন ৷ সোমবার দাসুহা-হাজিপুর সড়কের আড্ডা সাগরের কাছে এই দুর্ঘটনা ঘটেছে ৷ দুর্ঘটনার পরই এলাকার মানুষ দ্রুত সাহায্যের জন্য এগিয়ে আসে। গুরুতর আহত ১৫ জনেরও বেশিকে অমৃতসরে স্থানাস্তর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং বাকি আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পরই এলাকার মানুষ পৌঁছে পুলিশকে খবর দেয় ৷ পুলিশ কিছুক্ষণ পরই ঘটনাস্থলে পৌঁছয়। বাসের ভিতর থেকে গুরুতর আহত যাত্রীদের উদ্ধার করতে জেসিবি মেশিন ব্যবহার করতে হয়েছে। এই ঘটনায় বাসের চালকও গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ মৃতদের শনাক্ত করার চেষ্টা করছে ৷ অন্যদিকে, বাসটির সঙ্গে সংঘর্ষ হওয়া গাড়িতে থাকা ব্যক্তিদের আঘাত সামান্যই ৷ তবে বাসে থাকা ১৫ জনেরও বেশি যাত্রী গুরুতর আহত হয়েছেন। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷ কী কারণে এই দুর্ঘটনা, তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, বাসের দ্রুত গতির জেরেই দুর্ঘটনা ঘটেছে ৷ এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমি এখানকারই বাসিন্দা ৷ সেই সময় বাড়ির বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। দুর্ঘটনার পরই আমি দ্রুত সেখানে গিয়ে বাসের ভিতর থেকে মহিলা ও শিশুদের চিৎকার শুনতে পাই । কোনওভাবে আমি রাস্তায় উল্টে যাওয়া বাসের ভেতরে ঢুকে কয়েকজন যাত্রীকে বের করে আনতে পেরেছি। কয়েকজন যাত্রীর অবস্থা খুবই খারাপ। ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়েছে।”