ফের উচ্চ প্রাথমিকে নিয়োগে জটিলতা। আপাতত প্রায় চার মাস বন্ধ হয়ে গেল শিক্ষক নিয়োগ। বুধবার হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয় এত বিপুলসংখ্যক অভিযোগ এসেছে তা খতিয়ে দেখতে আরও সময় প্রয়োজন। নির্ধারিত সময়ের মধ্যে তারা সমস্ত অভিযোগ খতিয়ে দেখে উঠতে পারেনি, তাই সময় বাড়ানো হোক। এরপরই ডিভিশন বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয় আরও তিন মাস সময় দেওয়া হচ্ছে স্কুল সার্ভিস কমিশনকে। তবে এই সময়ের মধ্যে তারা কোনও নিয়োগ করতে পারবে না। ১৫ সপ্তাহ পর ফের শুনানি হবে।


