কেরলঃ এবার বাম শাসিত একমাত্র রাজ্য কেরলেও নতুন করে পথ চলা শুরু হল তৃণমূলের। তৃণমূল নামে পোস্টার পড়ল কেরলের এর্নাকুলামে। পোস্টারে লেখা, ‘ভারত বাঁচাতে দিদিকে চাই, দিল্লি চলো।’ ইংরেজির পাশাপাশি মালয়ালমেও লেখা রয়েছে একই কথা।ইতিমধ্যেই সেখানে ৫১ জনের কমিটি গড়েছে তৃণমূল। এদিন এর্নাকুলামে দলীয় কার্যালয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বহু রাজনৈতিক কর্মীরা। প্রসঙ্গত, ২০২৪ সালে তৃণমূলের লক্ষ্য দিল্লি। আর সেই কারণে রাজ্যের বাইরেও সংগঠন বিস্তারে উঠে পড়ে লেগেছে ঘাসফুল নেতৃত্ব। দেখুন সেই ছবি –