দিলীপ বেশির ভাগ সময়েই সংবাদ শিরোনামে থাকেন তার কু-কথা জন্য। কখনও বা ভিত্তিহীন মন্তব্যের জন্যও। মাঝেমধ্যেই বেলাগাম হয়ে যান তিনি। আর তাই এবার কড়া পদক্ষেপ নিল বিজেপি। স্পষ্ট ভাবে বলে দেওয়া হল আপাতত প্রকাশ্যে কোন মন্তব্য করতে পারবেন না দিলীপ ঘোষ। যদিও বঙ্গবিজেপির মনোবল বৃদ্ধিতে দিলীপ ঘোষের কথা ভোকাল টনিকের মতো কাজ করত । এহেন ‘কার্যকরী’ নেতার মুখ এবার বন্ধ করল বিজেপি। সরিসরি চিঠি লিখে বলা হল, সংবাদমাধ্যমের সামনে বা প্রকাশ্যে দলের নেতা-নেত্রীদের নিয়ে মুখ যেন তিনি না খোলেন । বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং একটি চিঠি দিয়ে দিলীপ ঘোষকে মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ।