পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হল ক্যাপ্টেন ব্রিজেশ থাপাকে ৷ সোমবার জম্মু-কাশ্মীরের ডোডায় জঙ্গি হামলায় শহিদ হয়েছেন । বুধবার বিশেষ বিমানে ক্যাপ্টেনের দেহ বাগডোগরা বিমানবন্দরের বায়ুসেনা ছাউনির আলফা জোনে এসে পৌঁছায় ৷ সবার শেষে ক্যাপ্টেন ব্রিজেশকে শ্রদ্ধা জানান তাঁর বাবা অবসরপ্রাপ্ত কর্নেল ভুবনেশ থাপা, মা নিলীমা থাপা ও দিদি নিকিতা থাপা ৷ এদিন ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে অস্ট্রেলিয়া থেকে দার্জিলিংয়ে আসেন তাঁর দিদি নিকিতা থাপা ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার লেবংয়ের পৈতৃক বাড়িতে ক্যাপ্টেন ব্রিজেশ থাপার শেষকৃত্য সম্পন্ন হবে ৷ আর সেখানেই তাঁকে গান স্যালুটে বিদায় জানানো হবে ৷ এদিন রাজু বিস্তার গলায় ফের শোনা যায় হুঁশিয়ারির সুর ৷ দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা বলেন, “পাকিস্তান হয়তো পাঁচ বছর আগেকার এয়ার স্ট্রাইক ভুলে গিয়েছে ৷ আবার মনে করানোর প্রয়োজন রয়েছে ৷ বাপ বাপই হয় ৷ আবার এয়ার স্ট্রাইকের প্রয়োজন ৷”