গাজলের মশালদিঘী এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনা দুমড়ে মুচড়ে গিয়েছে সরকারি দফতরের গাড়িটি। তিনজন প্রাপ্তবয়স্কের সঙ্গে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একটি শিশুর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ ছুটির দিনে রায়গঞ্জ থেকে সরকারি গাড়িতে করে মালদার দিকে ফিরছিলেন একটি পরিবার। ওই গাড়ীর মধ্যে ছিলেন চার সদস্য। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ৩৪ নম্বর জাতীয় সড়কের দুটি রাস্তা। শিলিগুড়ি থেকে মালদা গামী রাস্তাটি বন্ধ থাকে। যার ফলে ওই সরকারি গাড়িটি রং রুটে ঢুকে যায়। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে চালকসহ ৩ জনের মৃত্যু হয়। একজন মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। খবর পেয়েই ঘটনাস্থলে গাজল থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার জেরে ৩৪ নম্বর জাতীয় সড়ক বেশ কিছুক্ষণের জন্য বন্ধ থাকে।