ক্লাবগুলিকে দুর্গাপুজো অনুদান দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার জনস্বার্থ মামলা করা হল কলকাতা হাইকোর্টে। মামলাকারী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের দাবি, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের কোষাগার থেকে ৩০০ কোটি টাকা খরচ হবে। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।