পুরী জগন্নাথ ধামে পুজো দেওয়ার ইচ্ছেপ্রকাশ করলেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ । আর সেই আবেদন মঞ্জুর করল সিবিআই আদালত । তবে এব্যাপারে আদালত থেকে স্পষ্টভাবে বেশকিছু নির্দেশিকা দিয়েছে । বলা হয়েছে, প্রতি ২৪ ঘণ্টায় নিজের অবস্থান তদন্তকারী অফিসারকে জানাতে হবে কুন্তলকে । পাশাপাশি আরও বেশ কয়েকটি আইনি শর্ত দেওয়া হয়েছে । গত ২৩ মাস ধরে প্রাথমিক দুর্নীতি মামলায় বন্দি থাকার পর সুপ্রিম কোর্টের নির্দেশে গত নভেম্বরে জামিন পান কুন্তল ঘোষ । তার পর তিনি মুক্তি পান । তবে সংশোধনাগার থেকে মুক্তি পেলেও তদন্তকারী অফিসারকে না জানিয়ে এলাকা ছাড়ার অনুমতি ছিল না কুন্তলের । আদালতের অনুমতিতে তিনি এবার যাবেন পুরী । দেখবেন জগন্নাথ মন্দির এবং সেখানে তিনি পুজো দেবেন বলে জানা গিয়েছে । প্রাথমিক দুর্নীতি মামলায় আজ সিবিআই বিশেষ আদালতে একটি শুনানি ছিল । সেখানে কুন্তল তাঁর আইনজীবীর মারফত বিচারকের কাছে ওড়িশার পুরীতে জগন্নাথ ধামে যাওয়ার প্রস্তাব রাখেন । বিভিন্ন শর্তসাপেক্ষে তাঁকে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয় । তবে এই শুনানি চলাকালীন সিবিআইয়ের কাজে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন বিচারক । কারণ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সমন জারি করতেই ভুলে গিয়েছে সিবিআই । জানা গিয়েছে, হিসেব মতো আজ সিবিআই আদালতে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অরুণ হাজরার সশরীরে আদালতে উপস্থিত থাকার কথা ছিল । তবে অরুণ হাজরা সশরীরে উপস্থিত না থাকায়, সিবিআইয়ের কাছে তাঁর অনুপস্থিতির কারণ জানতে চান বিচারক । সেই সময় সিবিআইয়ের তরফ থেকে বলা হয়, তাঁরা অরুণ হাজরাকে সমন পাঠাতেই তারা ভুলে গিয়েছে । এতে কিছুটা অসন্তুষ্ট হন বিচারক । তবে আদালতে নিজেদের ভুল স্বীকার করে নেয় সিবিআই । এবার প্রাথমিক দুর্নীতি মামলায় অরুণ হাজরাকে নতুন করে সমন পাঠানোর নির্দেশ দিয়েছে বিশেষ সিবিআই আদালত । আগামী ২৫ এপ্রিল সশরীরে আদালতে হাজিরা দিতে হবে অরুণ হাজরাকে । এই মর্মে সমন জারি করার নির্দেশ দেন বিচারক । প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই আদালতে যে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে সিবিআই, তাতে অভিযুক্ত হিসেবে অরুণ হাজরার নাম রয়েছে । আর অভিযুক্ত হিসেবে যে ব্যক্তির চার্জশিটে নাম রয়েছে, সেই ব্যক্তিকেই সমন পাঠাতে কীভাবে ভুলে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এই নিয়ে উঠেছে প্রশ্ন ।
