দেশ

ওডিশার বালাসোরে ট্রেন দুর্ঘটনায় সিবিআইয়ের হাতে গ্রেফতার রেলের সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান সহ ৩

শুক্রবার ওডিশার বালাসোরে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনার মামলায় তিন জনকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ধৃতরা হল সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার অরুণ কুমার মোহন্ত, সেকশন ইঞ্জিনিয়ার মহম্মদ আমির খান ও টেকনিশিয়ান পাপ্পু কুমার। তাদের গ্রেফতার করে সিআরপিসির ৩০৪ ও ২০১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। সিবিআই সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া ওই তিন ব্যক্তির বিরুদ্ধে খুন নয় অপরাধমূলক হত্যার অভিযোগ ও প্রমাণ নষ্টের অভিযোগ আনা হয়েছে। তাদের কৃতকর্মের ফলে ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনা ঘটবে এটা তারা জানত বলেই দাবি তদন্তকারীদের।