কলকাতা

অনুব্রতকে সাড়ে ৫ ঘণ্টা জেরা সিবিআইয়ের

বৃহস্পতিবার অনুব্রত মন্ডল ফের ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে সিবিআইয়ের মুখোমুখি হলেন ৷ বিধাননগরের সিজিও কমপ্লেক্সে তাঁকে প্রায় সাড়ে 5 ঘণ্টা ধরে জেরা করেন সিবিআইয়ের আধিকারিকরা ৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বীরভূমের ইলামবাজারে এক বিজেপি কর্মীকে খুন করা হয় বলে অভিযোগ ৷ সেই ঘটনায় নাম জড়ায় বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ৷ এই নিয়ে বেশ কয়েকদিন হাজিরা এড়ানোর পর অবশেষে সিবিআইয়ের মুখোমুখি হন কেষ্ট মণ্ডল ৷ সূত্রে খবর, এদিন তাঁর কাছ থেকে জানতে চাওয়া হয় যে ভোটের ফল প্রকাশের পর অনুব্রত কোথায় ছিলেন, কার কার সঙ্গে ফোনে কথা বলেছিলেন ? হাজিরা শেষে বেরিয়ে সংবাদমাধ্যমের কথা বলেননি অনুব্রত মণ্ডল ৷ তবে তাঁর আইনজীবীর দাবি, তদন্তে সহযোগিতার জন্যই এদিন সিবিআইয়ের সামনে হাজির হয়েছিলেন অনুব্রত ৷