জেলা

স্টিং ভিডিও-র জেরে অস্বস্তিতে বিজেপি! সন্দেশখালিতে তড়িঘড়ি ক্যাম্প অফিস খুলল সিবিআই

বিজেপির সেই মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ২টি স্টিং ভিডিও ভাইরাল হয়ে যায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি বঙ্গনিউজ)। মোট ৪৬ মিনিট ৭ সেকেন্ডের এই স্টিং ভিডিওতে দেখাযাচ্ছে বহিসরহাট লোকসভায় জিততে এবার অস্ত্র, মদ ও টাকার দাবি জানাচ্ছেন গঙ্গাধর। বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর বলেন, ‘সন্দেশখালিতে নারী নির্যাতনের প্লট সাজানো! ৭২ জন মহিলাকে ২ হাজার টাকা করে দেওয়া হয়েছিল!’ এছাড়া সন্দেশখালিতে জিততে অন্তত ৫০টি পিস্তল লাগবে। মদের জন্যও টাকা লাগবে। ৫০টি বুথের জন্য অন্তত আড়াই লক্ষ টাকা লাগবে বলে জানিয়েছেন তিনি। ৪ মে গঙ্গাধরের প্রথম ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে গঙ্গাধরকে বলতে শোনা গিয়েছিল, সন্দেশখালিতে রেখা পাত্রদের ধর্ষণের অভিযোগ সাজানো। সেই সঙ্গে তাঁর দাবি, এজন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁদের টাকা ও মোবাইল দিয়ে সাহায্য করেছিলেন। ওই ভিডিও প্রকাশ্যে আসার পর নির্যাতিতা মহিলাদের একাধিক ভিডিও প্রকাশ্যে আসে। তাঁরাও জানান, সাদা কাগজে সই করিয়ে পরে তাতে ধর্ষণের অভিযোগ লেখানো হয়েছিল। এরপরই খেলা ঘুরে যায় সন্দেশখালিতে। চাপে পড়ে যায় বিজেপি। তড়িঘড়ি সন্দেশখালিতে এবার পৃথক ক্যাম্প অফিস খুলে তদন্ত চালাতে চাইছে সিবিআই ৷ আর সেখান থেকেই এবার সন্দেশখালি ঘটনার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেই মতো প্রস্তুতিও শুরু করে দিয়েছে সিবিআই ৷ হাইকোর্টের নির্দেশের পর এবার সিবিআইয়ের কাছে সেই ক্যাম্প অফিসে গিয়ে সরাসরি জানানো যাবে অভিযোগ ৷ এর আগে আদালতের নির্দেশে পোর্টাল খুলেছিল সিবিআই ৷ এবার সরাসরি সন্দেশখালিতে বসে তদন্ত করতে চলেছে সিবিআই ৷ জানা গিয়েছে সন্দেশখালির ধামাখালিতে এই ক্যাম্প খুলেছে সিবিআই ৷ মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও ৷