জেলা

ফের অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে সিবিআই

অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে ফের হানা দিল সিবিআই ৷  বুধবার বেলা ১২ টা বেজে ১৭ মিনিট নাগাদ সিবিআইয়ের ৪ সদস্যের প্রতিনিধি দল পৌঁছন মণ্ডল বাড়িতে। জানা গিয়েছে, একাধিক নথি সঙ্গে নিয়ে যান তদন্তকারীরা। তাঁর মেয়ে সুকন্যাকে ১০ মিনিট জেরা করা হয় ৷ এ ছাড়া অনুব্রতর হিসেবরক্ষককেও এ দিন জিজ্ঞাসাবাদ করা হয় ৷ একাধিক ব্যবসা ও সম্পত্তির বিভিন্ন বিষয়ের হিসাব রাখতেন মণীশ কোঠারী ৷ আজ তাঁকে ডেকে পাঠায় সিবিআই ৷ বিশ্বভারতীর পূর্বপল্লীর গেস্ট হাউসে প্রায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রতর অ্যাকাউনটেন্টকে ৷ আইনজীবীকে সঙ্গে নিয়েই সিবিআই-এর মুখোমুখি হন অ্যাকাউনটেন্ট ৷ এ ছাড়াও, দুজন ব্যাঙ্কের অফিসারও ছিলেন ৷ অনুব্রত মণ্ডলের টাকা কোথায় কোথায় লগ্নি হয়, কোন কোন খাতের টাকার হিসাব রাখতে হত, এই সবই জানতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারেরা ৷ এমনটাই জানা গিয়েছে সিবিআই সূত্রে ৷