সুদানে সেনাবাহিনীর সঙ্গে আধা সেনার মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। আর নিরাপত্তার দায়িত্বে থাকা দুই বাহিনীর তুমুল সংঘর্ষ থেকে বাঁচতে দেশটিতে অবস্থানকারী ভারতীয়দের ঘরবন্দি থাকার পরামর্শ দিয়েছে সুদানে অবস্থিত ভারতীয় দূতাবাস। পরবর্তী পরিস্থিতি জানতে দূতাবাসের নিজস্ব ওয়েবসাইটের দিকে নজর রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরেই সুদানে সেনা প্রধান আবদুল ফাত্তেহ আল বুরহানের সঙ্গে আধা সেনা প্রধান মোহাম্মদ হামদান দাগলোর সঙ্গে ক্ষমতা নিয়ে লড়াই চলছে। দেশের আধা সেনা র্যাপিড সাপোর্ট ফোর্সকে (আরএসএফ) সেনার মর্যাদা দেওয়ার দাবি নিয়েই কার্যত লড়াই। শনিবার সকালে দক্ষিণ খারতৌমে আরএসএফের সদর দফতরে হামলা চালায় সেনা। পাল্টা জবাব দেয় আধা সেনা। দুই পক্ষের মধ্যে শুরু হয় গুলিযুদ্ধ। মুহুর্মুহু গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয বাসিন্দারা। বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে।