জেলা

অনুব্রত মন্ডলকে জেরা করতে ফের আসানসোল জেলে সিবিআই

 অনুব্রত মণ্ডলের অস্বস্তি আরও বাড়ছে। জেলবন্দি হয়ে রয়েছেন গরু পাচার মামলায়। এরপর একের পর এক অন্য মামলায় তাকে জেরা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এবার বীরভূমে লটারি রহস্য ভেদ করতে তাঁকে জেরা করতে চান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। গরু পাচার-কাণ্ডে অনুব্রতকে জেরা করতে শনিবার আসানসোল জেলে পৌঁছন সিবিআইয়ের দুই আধিকারিক। ২০২১ সালে লটারিতে অনুব্রত ১ কোটি টাকা পেয়েছিলেন বলে বিজ্ঞাপন প্রকাশ হয়। সেসময় অনুব্রত তা অস্বীকারও করেন। তদন্তে নেমে সিবিআই জানতে পারে, নানা হাত ঘুরে সেই লটারির টিকিট অনুব্রতর কাছে আসে। গত কদিন ধরে সিবিআই অফিসাররা একাধিক লটারি বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করেন। সেই সূত্রেই এবার সিবিআই অনুব্রতকেও জেরা করবে। সিবিআই জানতে চাইবে, কীভাবে তাঁর কাছে ওই লটারির টিকিট পৌঁছল। টিকিট পেতে কোনওরকম প্রভাব খাটানো হয়েছিল কি না তা জানার চেষ্টা হবে।