কয়লা পাচার-কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর ৷ আজ বেলা সাড়ে এগারোটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হন সিবিআই আধিকারিকরা ৷ মোট ৮ সদস্যের একটি দল তাঁকে জিজ্ঞাসাবাদ করছে ৷ তার মধ্যে ২ জন মহিলা আধিকারিক রয়েছেন ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, কয়লা পাচারের টাকা কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছিল ? কোন কোন প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে টাকা এসেছিল ? কারা লাভবান হয়েছেন ? এমন একাধিক অজানা তথ্য জানতে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা হবে৷ সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিল সিবিআই ৷ সেখানে গোয়েন্দারা জানতে চান, তাঁরা কবে সিবিআই এর সঙ্গে কথা বলতে পারবেন ? সেই চিঠির জবাব পেয়েই আজ সিবিআই আধিকারিকরা কয়লাপাচার নিয়ে জিজ্ঞাসাবাদ করতে অভিষেকের ভবানীপুরের বাড়িতে যাচ্ছেন ৷ এর আগে দিল্লিতে ইডি-র জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷