দেশ

প্রকাশিত হল সিবিএসই দ্বাদশের ফলাফল, পাশের হার ৯২.৭১ শতাংশ

প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ৷ এ বছর পাশ করেছে ৯২.৭১ শতাংশ পরীক্ষার্থী ৷ ছাত্রছাত্রীরা সিবিএসই-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে ৷ পাশের নিরিখে এগিয়ে রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলি৷ ২০২১-২২ শিক্ষাবর্ষে দুটি টার্মে পরীক্ষা নিয়েছিল সিবিএসই ৷ এই দুটি পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে তৈরি করা হয়েছে মার্কশিট ৷ ইন্টারনাল অ্যাসেসমেন্ট, প্রজেক্ট ওয়ার্ক, প্র্যাকটিক্যাল ও প্রি-বোর্ড পরীক্ষায় পড়ুয়ারা কত নম্বর পেয়েছে তার বিস্তারিত উল্লেখ থাকছে মার্কশিটে ৷ সমস্ত সফল পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন জেনে নেওয়া যাক ডিজিলকারে কীভাবে সহজেই দেখা যাবে পরীক্ষার ফলাফল।

  • প্রথমেই digilocker.gov.in ওয়েবসাইটে যান। 
  • হোম পেজে লগ ইনে ক্লিক করুন। 
  • ইউজার নেমের জায়গায় লিখুন রোল নম্বর। আর পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করুন পিন। স্কুলগুলির সঙ্গে পিনগুলি শেয়ার করেছে সিবিএসই। 
  • এরপরই স্ক্রিনে ভেসে উঠবে মার্কশিট। 
  • এরপর আপনার মার্কশিটটি ওখান থেকে ডাউনলোড করে নিন। 

জেনে নিন কীভাবে সরকারি ওয়েবসাইট cbse.gov.inএ গিয়ে ফলাফল দেখবেন।

  • চাইলে ওয়েবসাইটে ক্লিক না করে সরাসরি  results.cbse.nic.in-এ যেতে পারেন। 
  • এবার সেই পেজে সিনিয়র স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (দ্বাদশ শ্রেণি) ২০২২ অ্যাক্টিভেট হিসেবে দেখাবে। সেখানে ক্লিক করুন।
  • এরপরই একটি নতুন উইন্ডো খুলবে।
  • সেখানে নিজের রোল নম্বর, স্কুল কোড ও জন্মের তারিখ দিতে হবে।
  • সমস্ত তথ্য দিয়ে সাবমিট করলেই স্ক্রিনে ভেসে উঠবে আপনার প্রাপ্ত নম্বর।