দেশ

‘বাড়িতে বসেই উত্‍সব পালন করুন’, সতর্কবার্তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

কোভিড নিয়ম না ভেঙে দেশবাসীকে উত্‍সব করার পরামর্শ দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, কোনও ধর্ম বা ভগবান বলে না বাড়ি থেকে বাইরে বেরিয়ে জাঁকজমকের সঙ্গে উত্‍সব পালন করতে। তাই বাইরে ভিড় না করে বাড়িতে বসে পরিবারের সঙ্গেই উত্‍সব পালনের কথা বলেছেন তিনি। ‘সানডে সংবাদ’ অনুষ্ঠানে একথা বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেন, ‘ধর্মে বিশ্বাস রয়েছে সেটা দেখানোর জন্য প্রচুর সংখ্যায় বাইরে বেরিয়ে জমায়েত করার কোনও দরকার নেই। যদি আমরা সেটা করি তাহলে আরও বেশি নিজেদের বিপদ ডেকে আনব। ভগবান কৃষ্ণ বলেছেন নিজের লক্ষ্যে মনোনিবেশ কর। আমাদের লক্ষ্য হচ্ছে এই ভাইরাসকে শেষ করে মানবতাকে বাঁচানো। এটাই আমাদের ধর্ম। এটাই গোটা বিশ্বের ধর্ম।’ হর্ষ বর্ধন আরও বলেন, ‘কঠিন পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। কোনও ধর্ম বা ভগবান বলে না বাইরে বেরিয়ে জাঁকজমক করে উত্‍সব করতে হবে। প্যান্ডেল, মন্দির বা মসজিদ সবাই প্রার্থনা করতে যান।’