আজ দেশের নিরাপত্তা, সার্বভৌমত্বের প্রশ্নে আরও ৪৩টি মোবাইল অ্যাপক ব্লক করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি আইনের ৬৯ ‘এ’ ধারার আওতায় ওই অ্যাপগুলি ভারতীয় ব্যবহারকারীদের জন্য ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সূত্রে বলা হয়েছে, ভারতের সার্বভৌমত্ব, সংহতি, প্রতিরক্ষা, সুরক্ষা, নিরাপত্তা ও জনসুরক্ষা বিরোধী কাজকর্মে ব্যবহার হচ্ছিল এই অ্যাপগুলি। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রকের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার থেকে পাওয়া বিস্তারিত রিপোর্টের ভিত্তিতে ভারতে ওই অ্যাপগুলি ব্যবহারের সুযোগ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ৪৩টির মধ্যে রয়েছে বেশ কয়েকটি চিনা অ্যাপও। আলিবাবার বেশ কয়েকটি অ্যাপ রয়েছে এই তালিকায়।
এক নজরে দেখে নিন কী কী অ্যাপ বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার –
আলিসাপ্লাইয়ার্স মোবাইল অ্যাপ
আলিবাবা ওয়ার্কবেঞ্চ
আলিএক্সপ্রেস
আলিপে ক্যাশিয়ার
লালামোভ ইন্ডিয়া
ড্রাইভ উইথ লালামোভ ইন্ডিয়া
স্ন্যাক ভিডিও
ক্যামকার্ড
ক্যামকার্ড (ওয়েস্টার্ন)
সোউল
চাইনিজ সোশ্যাল
ডেট ইন এশিয়া
উইডেট
ফ্রি ডেটিং অ্যাপ সিঙ্গল
ট্রুলি চাইনিস
চায়নালাভ
ডেটমাইএজ
এশিয়ানডেট
ফ্লার্টউইশ
গাইস ওনলি ডেটিং
টিউবিট
উইওয়ার্কচায়না
ফার্স্ট লাভ লাইফ
রেলা
ক্যাশিয়ার ওয়ালেট
ম্যাঙ্গো টিভি
এমজি টিভি
উই টিভির তিনটি ভার্সন
লাকি লাইভ
টাওবাও লাইভ
ডিংটক
আইডেনটিটি ভি
আইসোল্যান্ড-২
বক্সস্টার
হিরোস
হ্যাপি ফিশ
জেল্লিপপ ম্যাচ
মাঞ্চকিন ম্যাচ