কলকাতা

রাজ্যের আবেদনে সায় কেন্দ্রের, মুখ্যসচিব পদে ৩ মাস মেয়াদ বাড়ল গোপালিকার

লোকসভা নির্বাচনের মধ্যেই স্বস্তি রাজ্য সরকারের ৷ কারণ, আগামী ৩১ মে মেয়াদ শেষ হচ্ছিল রাজ্য মুখ্যসচিব আইএএস ভগবতী প্রসাদ গোপালিকার ৷ আর তার পরেরদিন শনিবার ছিল কলকাতা-সহ দুই ২৪ পরগনার নির্বাচন ৷ এই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধির আবেদন করা হয়েছিল ৷ আজ সেই আবেদনে সাড়া দিয়ে কেন্দ্রের পার্সোনাল অ্যান্ড ট্রেনিং মন্ত্রক আইএএস বিপি গোপালিকার কর্মজীবনের মেয়াদ আরও ৩ মাস বাড়িয়েছে ৷ অর্থাৎ, ৩১ অগস্ট পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিবের দায়িত্বপালন করবেন ৷ অবসরের ঠিক আগে চাকরির মেয়াদ বাড়ল রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার। চলতি বছর জানুয়ারি মাসে হরিকৃষ্ণ দ্বিবেদীর জায়গায় মুখ্যসচিব পদে এসেছিলেন গোপালিকা। এর আগে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের দায়িত্বও পালন করেছেন তিনি। নতুন পদে আসার পর তাঁরও অবসরের সময় এগিয়ে এসেছে। কিন্তু ভোটের কারণে তিন মাস এক্সটেনশন পেলেন রাজ্যের মুখ্যসচিব।