দেশ

রাজ্যের মিড-ডে মিলের ভূয়সী প্রশংসা, ২ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা কেন্দ্রের

নানা অভাব অভিযোগের-আবহেই মিড-ডে মিল প্রকল্পে রাজ্যের জন্য ২০০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করল কেন্দ্র। একথা টুইটে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি আরও জানান, রাজ্যে মিড-ডে মিলের ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছে কেন্দ্র। সোমবার একটি টুইট করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানেই তিনি জানান, এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের সচিব ও পিএম পোষন প্রকল্পের আধিকারিকদের সঙ্গে বৈঠক ছিল। সেখানে রাজ্যের মিড ডে মিলের পরিচালনার বিস্তারিত তুলে ধরেন। রাজ্যের তরফে প্রেজেন্টেশন দেওয়া হয়। তার ভুয়সী প্রশংসা করে কেন্দ্র। এরপরই ২০২৩-২৪ অর্থবর্ষে ২০০০ কোটি টাকা বরাদ্দেক কথা ঘোষণা করা হয় বলে জানান ব্রাত্য বসু। বর্তমান পরিস্থিতিতে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।