পঞ্চায়েত নিবার্চনের আগে ১০০ দিনের কাজ, গ্রামীন সড়ক যোজনা সহ ১১ টি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখার জন্য রাজ্যে আগামী সপ্তাহেই আসছে কেন্দ্রীয় দল। ২৩ শে জানুয়ারি থেকে কেন্দ্রীয় দল পরিদর্শন শুরু করবে। প্রত্যেকটি জেলায় ৮ দিন ধরে পরিদর্শন করবে কেন্দ্রীয় দল। প্রথম দফায় পুরুলিয়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা পরিদর্শন করবে কেন্দ্রীয় দল। পরবর্তী দফায় পশ্চিম মেদিনীপুর উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে পরিদর্শন করবে কেন্দ্রীয় দল। ছুটির দিনেও পরিদর্শন করবে কেন্দ্রীয় দল।জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক ও করবে কেন্দ্রীয় দল। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের তরফে বিস্তারিত সূচি দিয়ে জানানো হলো নবান্ন কে। নবান্ন সূত্রে খবর পুরুলিয়া জেলায় ২৩ শে জানুয়ারি থেকে ৩০শে জানুয়ারি, পশ্চিম মেদিনীপুর জেলায় ৩১শে জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি, হুগলি জেলায় ২৩ শে জানুয়ারি থেকে ৩০ শে জানুয়ারি, উত্তর ২৪ পরগনা জেলায় ৩১শে জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ২৩ শে জানুয়ারি থেকে ৩০ শে জানুয়ারি, পূর্ব মেদিনীপুর জেলায় ৩১শে জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পরিদর্শন করবে কেন্দ্রীয় দল।