খেলা

২৪ ঘন্টার মধ্যে বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংকে জাতীয় কুস্তি সংস্থার সভাপতির পদ থেকে ইস্তফার নির্দেশ ক্রীড়া মন্ত্রকের

যৌন হেনস্তায় অভিযুক্ত ‘গুণধর’ বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংকে জাতীয় কুস্তি সংস্থার সভাপতির পদ থেকে ইস্তফার জন্য ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিল ক্রীড়া মন্ত্রক। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে জাতীয় কুস্তিগীরদের প্রতিনিধিদের সঙ্গে ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের নৈশভোজ-বৈঠকের পরেই যৌন হেনস্তায় অভিযুক্ত জাতীয় কুস্তি সংস্থার সভাপতির কুর্সি ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ইস্তফার জন্য ২৪ ঘন্টার সময়সীমা বেঁধেও দেওয়া হয়েছে।  সময়সীমার মধ্যে ইস্তফা না দিলে তাঁকে যে গলাধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হবে, তাও স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে কড়া বার্তা পাওয়ার পরেই কুর্সি বাঁচাতে বিজেপি শীর্ষ নেতাদের দ্বারস্থ হয়েছেন যৌন হেনস্তায় অভিযুক্ত ব্রিজভূষণ। দল তাঁর পাশে না দাঁড়ালে বিকল্প পথ ভাববেন বলেও ঘনিষ্ঠদের ইঙ্গিত দিয়ে রেখেছেন কুস্তি সংস্থার সভাপতি। ছয় বারের বাহুবলী সাংসদের পাশে দাঁড়ানো নিয়ে আবস্য দোলাচলে পদ্ম শিবিরের শীর্ষ নেতারা। গত বুধবারই জাতীয় কুস্তি সংস্থার সভাপতি তথা বিজেপির বাহুবলী সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন জাতীয় কুস্তিগির ভিনেশ ফোগাত। ওই অভিযোগ ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ‘গুণধর’ ব্রিজভূষণের ইস্তফার দাবিতে ওই দিন বিকেল থেকেই রাজধানীর যন্তর-মন্তরে ধরনায় বসেছেন বজরঙ পুনিয়া, সাক্ষী মালিক সহ দেশের নামী কুস্তিবিদরা। চাপের মুখে বৃহস্পতিবার রাতেই ধর্নায় বসা কুস্তিবিদদের নিজের বাড়িতে নৈশভোজে আমন্ত্রণ জানান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। দেশের মুখ উজ্জ্বল করা তারকাদের কাছে জাতীয় কুস্তি সংস্থার সভাপতির গুণের কথা শুনে বিস্মিত হন তিনি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন বলেও আন্দোলনকারী কুস্তিবিদদের আশ্বাস দেন।