দেশ

ফের বাড়ছে করোনা, রাজ্যগুলির জন্য নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

আবারও বাড়ছে করোনার সংক্রমণ ৷ সম্প্রতি কোভিডে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৷ পাশাপাশি দেশে জেএন.১ ভ্যারিয়েন্টে প্রথম আক্রান্তের ঘটনা সামনে এসেছে ৷ তার ফলে রাজ্যগুলির জন্য নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷ কেরলে কোভিড সংক্রমণের সংখ্যা বৃদ্ধির পর প্রতিবেশী কর্ণাটককেও করোন মোকাবিলায় ব্যবস্থা বাড়াতে বলা হয়েছে ৷ কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে কোভিড পরিস্থিতির উপর অবিচ্ছিন্ন নজরদারি বজায় রাখতে এবং নিয়মিতভাবে জেলাভিত্তিক করোনা পরীক্ষার রিপোর্ট পর্যবেক্ষণ করতে বলেছে।যদিও জানানো হয়েছে যে, দেশে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ সোমবার পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা এক হাজার ৮২৮ । কেরলে কোভিডে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ করোনাভাইরাসের জেএন.১ সাবভ্যারিয়েন্ট সম্প্রতি শনাক্ত করা হয়েছে । ভাইরাসের জিনোমিক ভ্যারিয়েন্টগুলি ট্র্যাক করে এমন জিনোমিক ল্যাবরেটরিগুলির একটি নেটওয়ার্ক আইএনএসএসিওজি-র প্রধান ডা. এনকে অরোরা বলেন যে, মৃত্যু শুধু সাবভ্যারিয়েন্টের কারণে হয়নি, বরং একাধিক অন্তর্নিহিত স্বাস্থ্যগত অবস্থার কারণে হয়েছে । মৃত ব্যক্তির হার্ট, ফুসফুস এবং কিডনির রোগের মতো গুরুতর সমস্যা ছিল । মৃত্যুর প্রাথমিক কারণ এই অবস্থার জন্য দায়ী করা হয়েছিল, শুধুমাত্র সাব ভ্যারিয়েন্টের জন্য নয় ৷ভারতীয় সার্স-কভ-২ জিনোমিক্স কনসোর্টিয়ামের প্রধান ড. এনকে অন্যান্য রাজ্যে জিনোম সিকোয়েন্সিং সম্পর্কে বলেছেন, আতঙ্কের কোনও কারণ নেই (জেএন.১ সাবভ্যারিয়েন্ট নিয়ে)। নমুনার সংখ্যা কম কিন্তু এগুলি সমস্ত রাজ্য থেকে সংগ্রহ করা হচ্ছে ৷ আইএনএসএসিওজি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ও ভাইরাসের ক্লিনিকাল আচরণ অধ্যয়ন করছে বলে আশ্বস্ত করেন তিনি ।এর আগে শনিবার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এর ডিজি ডা. রাজীব বাহল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের জারি করা একটি বিবৃতিতে বলেন যে, কোভিড এর ডেএন.১ সাবভ্যারিয়েন্টের একটি ঘটনা সনাক্ত করা হয়েছে । কেরলে আইএনএসএসিওজি দ্বারা চলমান রুটিন নজরদারি কার্যকলাপের অংশ হিসাবে তা পাওয়া গিয়েছে ৷ গত আট ডিসেম্বর কেরলের তিরুবনন্তপুরম, কারাকুলাম থেকে একটি আরটি-পিসিআর পজিটিভ নমুনা সনাক্ত করা হয়েছিল ৷ নমুনাটি আরটি-পিসিআর-পজিটিভ আসে । রোগীর ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতার (আইএলআই) হালকা উপসর্গ ছিল এবং আগেও তাঁর কোভিড হয়েছিল ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কেরলের স্বাস্থ্য বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং এর বিভিন্ন দিক নিরীক্ষণ করছে।