বিজ্ঞান-প্রযুক্তি

ভারতে ২ হাজার ৫০০ জাল লোনের অ্যাপকে সাসপেণ্ড করল গুগল

ভারতে জাল লোনের অ্যাপ ক্রমশ জাল বিস্তর করছে। রিজার্ভ ব্যাঙ্ক বা ভারতীয় অর্থমন্ত্রকের কোনও নিয়ম না মেনেই চড়া সুদে অনলাইনে ঋণ দেয় ওই ধরনের অ্যাপগুলি। এই ফাঁদে পড়ে ভারতের বেশ কয়েক হাজারের বড় ক্ষতি হয়ে গিয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় সরকার কী পদক্ষেপ নিচ্ছে তা নিয়ে সংসদে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানালেন, ২০২১ সালের এপ্রিল থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত গুগল মোট সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজারটি লোন প্রদানকারী অ্যাপগুলিকে ভাল কর খতিয়ে দেখে। এরপর গুগল আড়াই হাজার জাল লোন প্রদানকারী অ্য়াপগুলিকে সরিয়ে দিয়েছেন বলে নির্মলা সীতারমণ জানান। লোন প্রদানকারী অ্যাপ হতে হলে রিজার্ভ ব্য়াঙ্কের সব নিয়ম মানার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। সাইবার ক্রাইম দফতর এই ব্য়াপারে সক্রিয় আছে।