দেশ

মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটে কোনও ষড়যন্ত্র নেই, জানাল কেন্দ্র

মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটে কোনও চক্রান্ত খুঁজে পায়নি কেন্দ্রীয় সরকার । সোমবার কলকাতা হাইকোর্টে এমনটাই জানিয়েছে কেন্দ্র । ৪ মার্চ উত্তরপ্রদেশ থেকে কলকাতা ফেরার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়ে । এরপরই চক্রান্তের তত্ত্ব তুলে নবান্ন ডিজিসিএকে চিঠি দিয়ে তদন্তের কথা জানায়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় । সোমবার সেই মামলার শুনানিতে কেন্দ্র আদালতে তদন্ত রিপোর্ট পেশ করে । সেই রিপোর্টে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল । এর পিছনে কোনও ষড়যন্ত্র নেই । বিমানমন্ত্রকের তরফে কলকাতা হাইকোর্টে এও জানানো হয়েছে, একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওই ঘটনা নিয়ে তদন্ত চালিয়েছে । কেউ তদন্তে কোনও চক্রান্তের হদিশ পায়নি । আদালত অবশ্য কেন্দ্রকে এ বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে । কেন্দ্রের এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে নবান্ন কোনও প্রতিক্রিয়া দেয়নি ।