কলকাতা

কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হাইকোর্টে

কলকাতা পুরসভার প্রশাসক হিসেবে ফিরহাদ হাকিমকে নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন এক জনৈক ব্যক্তি। আজ কলকাতা পুর বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে বুধবারই আপত্‍কালীন আইন প্রয়োগ করে পুরসভার বর্তমান মেয়র ফিরহাদ হাকিমকে প্রশাসক গোষ্ঠীর চেয়ারম্যান নিয়োগ করে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তর। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী ডেপুটি মেয়র ও মেয়র পারিষদদেরও ‘বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর’-এর সদস্য হিসেবে নিয়োগ করা হয়। মামলায় পুর ও নগরোন্নয়ন দপ্তরের জারি করা এই বিজ্ঞপ্তিটিকে খারিজের দাবি জানানো হয়েছে। মামলাকারী জনৈক শরদকুমার সিংয়ের দাবি, কলকাতা পুরসভা এভাবে প্রশাসক নিয়োগ সম্পূর্ণ বেআইনি ও সংবিধানের পরিপন্থী।