মুখ্যমন্ত্রীর কাছ থেকে যে তিনি জবাব চেয়েছেন, সে কথা টুইটারেও জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে পরপর তিনটি টুইট করেন রাজ্যপাল। তাঁর অভিযোগ, ‘রাজ্যপালকে না জানিয়েই কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়েছে। যা সংবিধানবিরোধী।’ তাই দ্রুত সেই বিজ্ঞপ্তির কপি চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কলকাতার পুরসভার মেয়াদ শেষ হচ্ছে ৭ মে। করোনা আবহে নির্বাচন সম্ভব নয়। তাই ফিরহাদ হাকিমকেই প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। এই মর্মে ৬ মে একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। রাজ্যপালের অভিযোগ, এ বিষয় প্রশাসনিকভাবে তাঁকে কিছু জানানো হয়নি। এ প্রসঙ্গে টুইট করে তিনি বলেন, ‘কলকাতা পুরসভা নিয়ে ৬ মে বিজ্ঞপ্তি জারি হয়। সেই বিজ্ঞপ্তি রাজভবনে পৌঁছায়নি। দ্রুত বিজ্ঞপ্তি রাজভবনে পাঠাতে হবে। সব মিডিয়ার কাছে সেই বিজ্ঞপ্তি কপি আছে।’ পরের টুইটে তিনি আরও বলেন, ‘আমার নামে নির্দেশিকা। কিন্তু আমি কিছুই জানি না। কোনও আলোচনা নেই, খবর নেই। কোথায় যাচ্ছি আমরা? সংবিধান মেনে চলতে হবে।’
Related Articles
হনুমান জয়ন্তীতে কড়া পদক্ষেপ লালবাজারের, জারি নির্দেশিকা
হনুমান জয়ন্ত্রীর দিন পুলিশ প্রশাসনকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো হনুমান জয়ন্তীর আগে কড়া পদক্ষেপ গ্রহণ করা হল লালাবাজারের তরফে। মিছিলকে কেন্দ্র করে শর্তসাপেক্ষে বেশকিছু নির্দেশিকা জারি করেছে লালবাজার। এবার হনুমান জয়ন্তীতে মিটিং, মিছিলের অনুমতির জন্য অনলাইনে আবেদন করতে হবে। সেখানে ফর্ম ফিল আপের সময় যতজনের নাম দেওয়া হবে, তার থেকে […]
নির্ধারিত সময়ের আগেই বঙ্গে আসতে চলেছে বর্ষা, জানালো আবহাওয়া দফতর
নির্ধারিত সময়ের আগেই এবার বঙ্গে আসতে চলেছে বর্ষা৷ আজ এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা ডঃ গণেশ চন্দ্র দাস বলেন, “জুন মাসের ৩ তারিখ উত্তরবঙ্গের প্রবেশ করবে বর্ষা । আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের কালবৈশাখী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পরশুদিন থেকে বৃষ্টির পরিমাণ কমবে ও তাপমাত্রা খানিকটা বাড়বে । আজ ৩৫ ডিগ্রি […]
রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই-ইডির পাশাপাশি এবার তদন্তে নামল রাজ্য পুলিশ
শিক্ষাক্ষেত্রে দুর্নীতিতে আগে কোথায়, কত অভিযোগ দায়ের ? জানতে বিশেষ দলগঠন রাজ্যে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই-ইডির পাশাপাশি এ বার তদন্তে নামল রাজ্য পুলিশ ৷ কিন্তু, চুপিসাড়ে ৷ তবে, পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ সূত্রের খবর, রাজ্য পুলিশের বিভিন্ন সেলের আধিকারিকদের নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে ৷ সেই বিশেষ […]