কলকাতা

প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রীর জবাব চেয়ে টুইট ধনকড়ের

মুখ্যমন্ত্রীর কাছ থেকে যে তিনি জবাব চেয়েছেন, সে কথা টুইটারেও জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে পরপর তিনটি টুইট করেন রাজ্যপাল। তাঁর অভিযোগ, ‘রাজ্যপালকে না জানিয়েই কর্পোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়েছে। যা সংবিধানবিরোধী।’ তাই দ্রুত সেই বিজ্ঞপ্তির কপি চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কলকাতার পুরসভার মেয়াদ শেষ হচ্ছে ৭ মে। করোনা আবহে নির্বাচন সম্ভব নয়। তাই ফিরহাদ হাকিমকেই প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। এই মর্মে ৬ মে একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। রাজ্যপালের অভিযোগ, এ বিষয় প্রশাসনিকভাবে তাঁকে কিছু জানানো হয়নি। এ প্রসঙ্গে টুইট করে তিনি বলেন, ‘কলকাতা পুরসভা নিয়ে ৬ মে বিজ্ঞপ্তি জারি হয়। সেই বিজ্ঞপ্তি রাজভবনে পৌঁছায়নি। দ্রুত বিজ্ঞপ্তি রাজভবনে পাঠাতে হবে। সব মিডিয়ার কাছে সেই বিজ্ঞপ্তি কপি আছে।’ পরের টুইটে তিনি আরও বলেন, ‘আমার নামে নির্দেশিকা। কিন্তু আমি কিছুই জানি না। কোনও আলোচনা নেই, খবর নেই। কোথায় যাচ্ছি আমরা? সংবিধান মেনে চলতে হবে।’

https://twitter.com/jdhankhar1/status/1258350714360758272