অভিনন্দন বন্দ্যোপাধ্যায় নির্দেশিত ‘দ্য ক্লাউড এন্ড ম্যান’ ছবিতে অভিনয়ের জন্য রাশিয়ার ‘প্যাসিফিক মেরিডিয়ান চলচ্চিত্র উৎসব’-এ শ্রেষ্ঠ পুরুষ অভিনেতার পুরস্কার পেলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব চন্দন সেন। একাধিক বাংলা ছবি, ধারাবাহিক সর্বোপরি নাট্যজগতে তাঁর নাম সদা উজ্জ্বল। অভিনেতাকে এদিন শুভেচ্ছা জানিয়েছেন প্রখ্যাত অভিনেতা শঙ্কর দেবনাথ, জয়জিত বন্দ্যোপাধ্যায় প্রমুখ।