চাঁদের দক্ষিণ মেরুতে হদিশ মিলল অক্সিজেনের। নিশ্চিত করল চন্দ্রযান ৩-এর রোভার প্রজ্ঞান। মঙ্গলবার সন্ধ্যায় এই খবর দিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছে ভারতের চন্দ্রযান-৩। ইসরোর তরফে এক্স হ্যান্ডেলে (টুইটার) একটি বিবৃতি দিয়ে জানানো হয়, চাঁদের দক্ষিণ মেরুতে একাধিক ধাতুর সন্ধান মিলেছে। দক্ষিণ মেরুতেই সন্ধান মিলেছে অক্সিজেন গ্যাসের। রোভার প্রজ্ঞানের গায়ে যুক্ত ‘লেসার-ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কপি’ পেলোড এই যুগান্তকারী আবিষ্কারটি করেছে। লেসার-ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কপি’ হল একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। যা লেসার পালসের মাধ্যমে বিভিন্ন উপকরণের গঠন পরীক্ষা-নিরীক্ষা করে। সেটিই চাঁদে অক্সিজেনের হদিশ পেতে সাহায্য করেছে রোভার প্রজ্ঞানকে। অক্সিজেন ছাড়াও চাঁদের এই দক্ষিণ মেরুতেই হদিশ পাওয়া গিয়েছে সালফার, আয়রন, সিলিকন, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনয়ামের মতো একাধিক ধাতু। যা আগামীদিনে মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক নয়া দিগন্ত খুলে দেবে বলেই মনে করছেন ইসরোর বিজ্ঞানীরা।