জেলা

রিষড়ায় রাম নবমীর মিছিল ঘিরে অশান্তির জেরে পুলিশে রদবদল

রিষড়া থানাকে নিয়ে নতুন সার্কেল তৈরি করল চন্দননগর পুলিশ। তার দায়িত্ব দেওয়া হল প্রবীর দত্তকে। প্রবীর দত্ত রিষড়া থানার প্রাক্তন ওসি। তিনি চন্দননগর পুলিশের গোয়েন্দা বিভাগে ছিলেন। রিষড়া থানার ওসি থাকার সুবাদে তাঁর অভিজ্ঞতা আইন-শৃঙ্খলা রক্ষায় কাজে লাগবে বলে মনে করছে চন্দননগর পুলিশ।  গত রবিবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি ছড়ায় রিষড়ার কয়েকটি এলাকায়। পরদিন রিষড়া ৪ নম্বর রেলগেট এলাকায় ফের অশান্তির ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিস। আহত হন রিষড়া থানার ওসি পিয়ালি বিশ্বাস, শ্রীরামপুর থানার আইসি দিব্যেন্দু দাস সহ বেশ কয়েকজন পুলিশকর্মী। সেই ঘটনার পর এক সপ্তাহ হতে চলল। ধীরে ধীরে স্বাভাবিকের পথের রিষড়া। তবে এখনও জারি রয়েছে ১৪৪ ধারা। শান্তি-শৃঙ্খলা রক্ষায় রিষড়ার বিভিন্ন এলাকায় টহল চলছে পুলিশের।  এমত অবস্থায় ওসির কাজকে তত্ত্বাবধানে রাখার জন্য তাঁর উপর একজন সার্কেল ইনসপেকটরকে নিযুক্ত করা হল। প্রসঙ্গত, চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীনে ৭টি থানা রয়েছে। তারমধ্যে একমাত্র রিষড়া থানা-ই ওসি থানা। বাকি ৬টি থানা আইসি থানা। এবার থেকে রিষড়া থানাও একজন ইনসপেকটরের তত্ত্বাবধানে চলে এল।