শনিবার কলকাতায় এসে তৃণমূল যোগদান করলেন রমেন চন্দ্র বড়ঠাকুর। এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে, অসমের তৃণমূল রাজ্য সভাপতি পদে যোগদান করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবও। শনিবার সন্ধ্যেবেলা কাম্যাক স্ট্রিটের অফিসে উপস্থিত হন প্রাক্তন আম আদমি পার্টির নেতা রমেন চন্দ্র বড়ঠাকুর। সেখানেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন তিনি। এবং যোগদান তৃণমূল কংগ্রেসে। নিজের কাঁধে দায়িত্বভার নিয়ে নেন অসমের তৃণমূল সভাপতি পদের। আর এ থেকেই স্পষ্ট বর্ষীয়ান এই রাজনীতিবিদ তৃণমূলে যোগদান করায়, অসমের তৃণমূল সংগঠন আরও শক্তিশালী হতে চলেছে। যার জেরে এবার পাল্টাতে চলেছে অসমের রাজনীতির সমীকরণ।