সল্টলেকের বিজেপি অফিসে কার্যত ধুন্ধুমার মঙ্গলবার দুপুরে। বিজেপি দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন কর্মী সমর্থকরা। কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। কর্মীদের অভিযোগ পঞ্চায়েত নির্বাচনে কুলপি ব্লকে রামনগর গাজীপুর থেকে পঞ্চায়েত সমিতিতে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন নবেন্দু নস্কর। তাঁর সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে। তারপরেও বিজেপির মথুরাপুরের সাংগঠনিক জেলা সভাপতি করা হয়েছে নবেন্দু নস্করকে। অবিলম্বে জেলা সভাপতি বদল করতে হবে এই দাবিতে বিক্ষোভ দেখান কর্মী সমর্থকরা। বিক্ষোভ চলাকালীন দপ্তরে আসেন শমীক ভট্টাচার্য। কর্মীরা তাঁর পা ধরে, জড়িয়ে ধরে জেলা সভাপতি বদলের দাবি জানান। কিন্তু তিনি মুখ খোলেননি। তবে এই ঘটনায় রাজ্যের বিরোধী দলকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। টুইট করে রাজ্যের শাসক দলের তরফে বলা হয়, জেলা সভাপতি নিয়োগ নিয়ে সল্টলেকের বিজেপি দলীয় কার্যালয়ে বিজেপি কর্মীদের মধ্যে বচসা হয়। বিজেপি আশ্রিত গুন্ডারা অন্তর্দ্বন্দ্ব করছে।