ভারী বৃষ্টির কারণে ভূমিধস উত্তরাখণ্ডে। ব্যাহত চারধাম যাত্রা। ২৯ জুন, রবিবার থেকে আগামী ২৪ ঘণ্টার জন্য চারধাম যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। যার ফলে হরিদ্বার, ঋষিকেশ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, সোনপ্রয়াগ-সহ বিভিন্ন স্থানে হাজার হাজার পুণ্যার্থী আটকে পড়েছেন। আবহাওয়া দপ্তরের তরফে উত্তরাখণ্ডে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি তীর্থযাত্রীদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।


