ভোর সাড়ে চারটে ৷ রথযাত্রার তৃতীয় দিন। পুরীর গুন্ডিচা মন্দিরের সামনে জগন্নাথদেবকে দেখতে হাজার হাজার ভক্ত আজ (রবিবার) ভোর থেকেই গুন্ডিচা মন্দিরের সামনে শারধাবলীতে দর্শনের জন্য জড়ো হয়েছিলেন ৷ ঠিক সেই সময়ই হুড়োহুড়ি শুরু হয় ৷ রথের সামনে ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয় দুই মহিলা সহ ৩ জনের ৷ আহতের সংখ্যাটা অন্তত ১১ ৷ আহত সকলকে চিকিৎসার জন্য পুরী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‘কলিঙ্গ টিভি’-র দেওয়া তথ্য অনুযায়ী, মৃতদের নাম বাসন্তী সাহু, প্রেমাকান্ত মোহান্তি এবং প্রভাতী দাস। সূত্রের খবর, রবিবার ভোর ৪টের দিকে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দর্শনের জন্য রথের কাছে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের। আর সেই সময়েই পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। আহত এক তরুণী জানান, তাঁরা সুভদ্রার রথের সামনে দাঁড়িয়েছিলেন ৷ আচমকা ঠেলাঠেলি শুরু হয় ৷ তাঁর বাঁ-পায়ে চোট লেগেছে ৷ তাঁর পরিবারের সদস্যরা সকলেই আহত ৷ এরপরই সরকারের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলেছেন তরুণী ৷ এদিন সেখানে কোনও সরকারি আধিকারিক, পুলিশ প্রশাসন এমনকী কোনও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল না ৷ ঘণ্টাখানেক ধরে তাঁরা হাসপাতালে আসার জন্য চেষ্টা চালিয়ে গিয়েছেন ৷ শেষে নিজেদের গাড়িতে করে তাঁরা হাসপাতালে পৌঁছন ৷ এখনও পর্যন্ত ৩ জনের মৃ্ত্যুর খবর পেয়েছেন তাঁরা ৷ এদিকে, পুরী জেলা সদর হাসপাতালের সিডিএমও অক্ষয় সৎপথী বলেন, “শ্রীগুন্ডিচা মন্দিরের রথের সামনে ভক্তদের বিশাল ভিড়ে জমে যায় ৷ পদপিষ্টের মতো ঘটনা ঘটে ৷ ১১ জন আহত হয়েছেন ৷ তাঁদের চিকিৎসা চলছে।” তবে, তিনি মৃত্যু নিয়ে কোনও কথা বলেননি ৷ পুরী অতিরিক্ত এসপি সুশীল মিশ্র বলেন, “এই ঘটনায় ১১ জন আহত হলেও তাঁরা প্রায় সুস্থ হয়ে উঠেছেন। ঘটনার তদন্ত করা হবে। আমরা এখনও কোনও হতাহতের খবর পাইনি।” এর আগে গত শুক্রবারও রথযাত্রার সময় পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়েছিল। আহত হয়ে ছিল ৫০০জন। এমনকী সময়মতো রথ পৌঁছতে না পারায় যাত্রা স্থগিতও করে দিতে হয়।
