রবিবার দুপুরে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। ছত্তিশগড়ে ফের ক্ষমতায় এলে রাজ্যে জাতি ভিত্তিক আদমশুমারি করা হবে বলে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “রাজ্যে ফের ক্ষমতায় এলে বর্ণভিত্তিক আদমশুমারি করা হবে। তফসিলি জাতি, উপজাতি জাতি, অনগ্রসর শ্রেণি, সাধারণ বিভাগ এবং সংখ্যালঘুদের জন্য একটি বর্ণভিত্তিক আদমশুমারি করা হবে। এই শ্রেণিগুলির মধ্যে যে সমস্ত জাতিগুলি পিছিয়ে থেকে গেছে তাদের এটা কেবল রাজনৈতিক সুবিধাই দেবে না। সরকার তাদের জন্য একটি বিশেষ নীতি তৈরি করবে এবং তাদের সামাজিক ও আর্থিক সুবিধা দেবে। ছত্তিশগড়ে জাতি ভিত্তিক আদমশুমারি আবশ্যক।”